Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Eid-ul-Azha is preparing for the program of Eid Jamaat in the Union on the occasion of the holy Eid-ul-Azha
Details

পবিত্র ঈদ-উল-আযহা ২০১৮ উপলক্ষে ঐতিহ্যবাহী ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নে শতাধিক ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। ইউনিয়নের সকল ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় একই সময়ে জামায়াত মসজিদে অনুষ্ঠিত হবে। এখন চলছে এর শেষ মূহুর্তের প্রস্তুতি। নিম্নে বিশেষ বিশেষ কয়েকটি ঈদ জামায়াতের বিবরণ দেওয়া হইলোঃ

১। ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের ঐতিহাসিক ও ইতিহাসখ্যাত মিঞাবাড়ী জামে মসজিদ সংলগ্ন কড়াপুর মিঞাবাড়ী ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় এ বছরও বহু সংখ্যক মুসল্লী পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। সকাল ০৮.০০ ঘটিকার সময় অনুষ্ঠিতব্য এ জামায়াতে ইমামতী করবেন কড়াপুর মিঞাবাড়ী জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের সম্মানিত খতীব হযরত মাওঃ মোঃ জামাল উদ্দিন সাহেব।

২। ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র কড়াপুর পপুলার জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-আযহার জামায়াত সকাল ০৮.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। এ নামাজে ইমামতী করবেন কড়াপুর পপুলার জামে মসজিদ ও ঈদগাহ ময়দানের সম্মানিত খতীব হযরত মাওঃ মোঃ লুৎফর রহমান সাহেব।

৩। ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফকির হাট জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামায়াত অনুষ্ঠিত হবে। সকাল ০৮.১৫ ঘটিকার সময় অনুষ্ঠিতব্য এ জামায়াতে ইমামতী করবেন ফকির হাট জামে মসজিদের সম্মানিত খতীব জনাব মোঃ আঃ ছালাম।

৪। ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ধর্মাদী ফয়জুল উলূম ইসলামিয়া কওমিয়া মাদরাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-আযহার জামায়াত সকাল ০৮.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। এ জামায়াতে ইমামতী করবেন ধর্মাদী ফয়জুল উলূম ইসলামিয়া কওমিয়া মাদরাসার সম্মানিত মোহতামিম/পরিচালক হযরত মাওঃ মোঃ যোবায়েরুল হক সাহেব।

৫। ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর বসুর হাট সৈয়দুন্নেছা আল মদিনা জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামায়াত অনুষ্ঠিত হবে।

Images
Attachments
Publish Date
16/08/2018
Archieve Date
31/12/2018