হাতেম আলী কলেজ চৌমাথা থেকে প্রায় ৯কিঃমি দুরত্বে এটি অবস্থীত। হাতেম আলী কলেজ চৌমাথা থেকে যে কোন পরিবহনে চড়ে কড়াপুর মিয়াবাড়ী জামে মসজিদ নামার কথা বললেই যাওয়া যাবে।অথবা কাশিপুর থেকেও যাওয়া যায়।
Details
কড়াপুর মিয়াবাড়ী জামে মসজিদটি প্রায় ১শত বছর পুরানো। সেই আমলে মিয়া বংশের বড় মিয়া এর প্রতিষ্ঠা করেন। এই মসিজদ সম্পর্কে অনেক রকম কাহিনী বা গল্প এলাকার লোকজনের মুখে শোনা যায়।